টার্মস & কন্ডিশন
১. আপনার একাউন্ট-এর সব তথ্য ( লগইন নাম , পাসওয়ার্ড ) গোপন রাখতে হবে,কাউকে শেয়ার করা যাবে না। এটি শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য , শেয়ার করলে আপনার একাউন্টটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে , সেক্ষত্রে পুনরায় লগইন করতে অনেক জটিলতা তৈরী হবে , এবং ভিডিও গুলো দেখতে পারবেন না।
২. কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোনো ভিডিও , লিংক , পিডিএফ , অন্যকে শেয়ার করা যাবে না বা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না , এটি নৈতিকতা বিরোধী কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আশা করি আপনি এই ধরণের কাজ থেকে বিরত থাকবেন।
৩. ভিডিও কোনো ভাবেই ডাউনলোড করা যাবে না , যেহেতু ডাউনলোড অপসন নেই , সতুরাং ডাউনলোড একধরণের পাইরেসি। যে কারণে ভিডিও ডাউনলোড করলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।
৪. Source Learning Academy -এর FB Group / Page / Whatsapp group -এ কোনো ধরণের ব্যাক্তিগত আক্রমণাত্মক শব্দ বা হিংসাত্মক শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে , অন্যথায় আপনার সদস্য পদ হারাতে পারেন , এবং আমাদের সব গ্রুপ থেকে ব্যান হয় যেতে পারেন।
৪.Source Learning Academy অনলাইন উদ্যোক্তা তৈরিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে , সুতরাং কোনো ধরণের মিথ্যা তথ্য প্রচার করা হলে আইনগত ব্যাবস্তা গ্রহণ করা হবে।
৫. Source Learning Academy-এর সাথে যুক্ত থাকা বা কোর্স এ যুক্ত যে কোনো ব্যাক্তির ছবি / ভিডিও, পেজে / গ্রুপে বা পেজ প্রোমোশনের জন্য ব্যবহার করতে পারে।
৬. কোর্স ভিডিও দেখার জন্য একটি ডিভাইস থেকেই লগইন করা যাবে , দ্বিতীয় কোনো ডিভাইস এ লগইন করা যাবে না , কেউ করার চেষ্টা করলে ভিডিও গুলো দেখতে পারবেন না , সতরাং সুন্দর ভাবে ভিডিও দেখার জন্য একটি ডেভাইসেই লগিন করতে হবে ।
৭. কোর্স এর ভিডিও গুলো ৬ মাস পর্যন্তু দেখতে পারবেন , এর বেশি দিন দেখতে চাইলে পুনরায় এনরোল করে ভিডিও Access নিতে হবে।
৮. কোনো সাপোর্ট প্রয়োজন হলে FB গ্রুপ-এ পোস্ট দিতে হবে. সিরিয়াস কোনো ইসু হলে জুম্/গুগল মিট আপ / এনি ডেস্ক-এ সমাধান করা যাবে। সাপোর্ট টাইম সকাল ১১ টা হইতে বিকাল ৫ টা পর্যন্তু।
আপনি এই কোর্সে এনরোল করেছেন মানে ধরে নিয়া হবে আপনি আমাদের সব টার্মস & কন্ডিশন মেনে নিয়েছেন।
Source Learning Academy যে কোনো সময় যে কোনো টার্মস & কন্ডিশন আপডেট করার ক্ষমতা রাখে।